কেশবপুরে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে সার বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ৬ জন সার ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সার বিক্রেতারা যাতে সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার বিক্রি করেন সে লক্ষ্যে উপজেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বেশি দামে সার বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্যাশ মেমো না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার ভেরচী গ্রামের ব্যবসায়ী মো. হালিমকে ২ হাজার, একই গ্রামের মো. মোস্তফাকে ২ হাজার, গৌরীঘোনা গ্রামের উদয় শংকর পালকে ৫ হাজার, বিদ্যানন্দকাটি গ্রামের বজলুর রহমানকে ২ হাজার, কালিয়ারই গ্রামের রজব আলী গাজীকে ২ হাজার ও শ্রীফলা বাজারের রুহুল কুদ্দুসকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার।