Top
সর্বশেষ

সিরাজগঞ্জে দেড়কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৮ আগস্ট, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে দেড়কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের হেরোইনসহ অহিদ আলী নবীন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অহিদ আলী নবীন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষাবাড়ি গ্রামের সাঈদ আলীর ছেলে। রোববার দুপুরে নবাগত পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজশাহী থেকে প্রাইভেটকারে হেরোইনের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। রোববার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী প্রাইভেটকারসহ চালক অহিদ আলীকে গ্রেফতার করা হয়।

এসময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৩ প্যাকেটে ১কেজি ৩৫০ গ্রাম হেরোইন ও ১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত অহিদ আলী নবীনকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, প্রাইভেটকারটির মালিক ও চালক সে নিজেই। সে প্রতিমাসে ২/৩ বার প্রাইভেটকারে রাজশাহী থেকে হেরোইন নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। সে প্রায় ৭ বছর ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত রয়েছে। ডিএমপি, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল ও রাজশাহী জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে বলে জানান নবাগত এই পুলিশ সুপার।

যোগদানের ২দিনের মধ্যেই প্রায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার তার জন্য একটি বড় ধরনের সাফল্য মনে করেন কিনা এ প্রতিবেদকের এমন প্রশ্নোত্তরে সিরাজগঞ্জ জেলার মানুষের জন্য যেন ভাল কাজ করতে পারেন এজন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।

শেয়ার