নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পরিচিতিমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
মতবিনিময় সভার শুরুতে সকল ধর্মীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অতঃপর পুলিশ সুপার মহোদয় উপস্থিত নেতৃবৃন্দের মতামত শোনেন এবং কুশল বিনিময় করেন। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, প্রতিটি ধর্মই শান্তির বার্তা বহন করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বা অন্য ধর্মকে কটাক্ষ করা ও অশান্তি সৃষ্টি করা কোন ধর্মই সমর্থন করে না। তিনি আরো বলেন, নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জায়গা। এখানে তিনি সকলকে নিজ নিজ ধর্মের গাইডেন্স অনুযায়ী সম্প্রীতি বজায় রেখে আগামীর দিনগুলোতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বসবাস করার আহবান জানান।
এছাড়াও তিনি বলেন, যেকোনো সমস্যায় জনগণের বন্ধু হিসেবে আপনারা সর্বদাই নড়াইল জেলা পুলিশকে পাশে পাবেন। এ সময় তিনি আসন্ন দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ নড়াইল দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, ক্রাইম এন্ড অপস্, নড়াইল; জনাব মাওলানা আনোয়ার হোসেন, অধ্যক্ষ, শাহাবাদ কামিল মাদ্রাসা; জনাব অশোক কুমার কুন্ডু, সভাপতি, পূজা উদযাপন কমিটি, নড়াইল; জেলা ইমাম সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি, উলামা পরিষদ, পূজা উদযাপন কমিটি, মতুয়া সম্প্রদায়, ইসকন নড়াইল শাখা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।