Top

মাদারীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

৩০ আগস্ট, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
মাদারীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে সদর উপজেলায় পাঁচখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন কাজী বিরুদ্ধে জমি দখলসহ নানা বিষয়ে অভিযোগ উঠেছে।

স্হানীয় ভুক্তভোগীরা জানান,ইউপি সদস্যের কাছে জমি ফেরত চাইলে তার মিথ্যা মামলার হয়রানির শিকার হতে হয় অসহায় ও গরিব পরিবারদের।এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এলাকা জুড়ে।এছাড়াও এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।

জেলা প্রশাসক বরাবর অভিযোগ সূত্রে জানা যায়,সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন কাজী ভূয়া কাগজপত্রের মাধ্যমে জোর করে বেশ কয়েকজনের জমি দখল করেছে। সেখানে রেখেছেন ইট, বালু ও পাথর। এমনকি সরকারি জায়গা দখল করে সেখানে তুলেছেন স্থায়ী বসতঘর। এই নিয়ে কিছু বলতে গেলেই ভুক্তভোগী পরিবারকে হয়রানি করার জন্য দেওয়া হয় মিথ্যা মামলা।কেহ প্রতিবাদ করতে গেলে পড়তে হয় মিথ্যা মামলার শিকার।

স্হানীয়রা আরো বলেন, এসময় ঢাকায় থাকতেন। সেখানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ছিলো বেলায়েত। এ নিয়ে একটি বেসরকারি নিউজ চ্যানেলে তার ভিডিও ভাইরাল ও হয়। এরপরেই তিনি চলে আসেন মাদারীপুরের নিজ বাড়িতে। এরপর থেকেই তিনি হয়ে উঠেন বেপরোয়া।

প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধ বলেন, দীর্ঘদিন ধরে বেলায়েত আমার জমি দখল করে চলছে। আমি তার ভয়ে কিছু বলতে পারি না।কারণ বলতে গেলে তো সে আমাকে ও ফ্যামিলির সহকারে মেরে ফেলবে এই ভয়ে আমি মুখ খুলতে পারছিনা। আমি সরকারের কাছে জোর দাবি সরকার এই সন্ত্রাসীরাসের হাত থেকে আমার জমি রক্ষা করে দেয়।

ভুক্তভোগী মালেক মোল্লা বলেন, এই জমি আমাগো বাপ দাদার আমল থেকে ভোগ করে আসছি। আমাদের দলিল আছে। বেলায়েত কোথা থেকে একটা ভুয়া বি আর এস রেকর্ড করে আমাগো জমি দখল করে রাখছে। কিছু বললেই মেরে ফেলার হুমকি দেয়। সরকারের কাছে আমি আমার জমি ফেরত চাই। এবং এই ইউপি সদস্য বেলায়েতের বিচার চাই।

আরেক ভুক্তভোগী আলতাব মুন্সি কান্না কন্ঠে বলেন,বেলায়েত বালুর ব্যবসা করার কথা বলে আমার জায়গা কিছুদিনের জন্য ভাড়া নিয়েছে। এখন সেই জায়গা ছাড়ছে না। ছাড়তে বললে বলে ওই জমি নাকি তার।আমার কোন ক্ষমতা নাই। আমি এখন নিরুপায়। তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সরকার যেন আমার জায়গা বেলায়েতের থেকে উদ্ধার করে দেয়। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত বেলায়েত হোসেন কাজীর সাথে মুঠোফোনে একাধিকবার কল করা পড়ে কল রিসিভ করে তিনি ঢাকা অবস্থান করছেন বলে বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আমি এ বিষয়ে এখনো কোনো অভিযোগ হাতে পাই নি। অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার