Top
সর্বশেষ

বগুড়ায় ভেজাল সন্দেহে ১৭ ট্রাক সার খালাস বন্ধ

৩০ আগস্ট, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
বগুড়ায় ভেজাল সন্দেহে ১৭ ট্রাক সার খালাস বন্ধ
বগুড়া প্রতিনিধি :

চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্স থেকে পাঠানো ১৭ ট্রাক বোঝাই ২৩৮ মেট্রিক টন সার গ্রহণ করছেন না বগুড়ায় বিসিআইসির বাফার গুদাম কর্তৃপক্ষ। বগুড়ায় আনার পথে ট্রাকগুলো থামিয়ে বস্তা পরিবর্তন করে ভেজাল সার দেওয়া হয়েছে-এমন অভিযোগের ভিত্তিতে সেগুলো নিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষার জন্য সারের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সারগুলো পরীক্ষার পর যদি তা আসল বলে প্রমাণিত হয় কেবল তখনই সেগুলো গুদামে ঢোকানোর অনুমতি দেয়া হবে। বগুড়ার জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভপতি মোঃ জিয়াউল হক সোমবারই সাংবাদিকদের জানিয়েছেন, পরীক্ষায় যদি সারগুলো ভেজাল হিসেবে প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।

প্রাপ্ত অভিযোগ তদন্তের জন্য চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্সের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা মঙ্গলবার বগুড়া বাফার পরিদর্শন করে জানিয়েছেন, ৩ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। কমিটিতে রয়েছেন চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্সের উপ-প্রধান রসায়নবিদ রেজাউল হক, ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম এবং সহকারি ব্যবস্থাপক (প্রশাসন) আউয়াল হোসেন।

বিসিআইসির বগুড়া বাফার গুদামের ইনচার্জ মোস্তফা কামাল জানান, চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স থেকে প্রথমে ৭টি ট্রাকে ৯৮ মেট্রিক টন টিএসপি সার বগুড়ায় পাঠানো হয়। এম ঠিকাদারী প্রতিষ্ঠান এইচ আর কর্পোরেশনের মাধ্যমে পাঠানো সারগুলো সোমবার ভোরে বগুড়া শহরের তিনমাথা এলাকায় বাফার গুদামে এসে পৌঁছে। ওইদিন সকাল ১১টার সময় ৭টি ট্রাকের একটি থেকে সারগুলো আনলোড করার সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে, চট্টগ্রাম থেকে বগুড়ায় আনার পথে সারের বস্তাগুলো পরিবর্তন করা হয়েছে বলে খবর রয়েছে। অর্থাৎ আসল সার নামিয়ে নিয়ে ভেজাল সার পাঠানো হয়েছে। সে কারণে ওই সারগুলো গ্রহণ করা যাবে না। প্রশাসনের অভিযোগের ভিত্তিতে সারভর্তি ট্রাকগুলো আনলোড কার্যক্রম বন্ধ রাখা হয়। ওই ৭টি ট্রাকের সারগুলো ভেজাল কি’না তা পরীক্ষার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের উপস্থিতিতে মঙ্গলবার ভোরে নমুনা সংগ্রহ করা হয়। এরপর সেই নমুনাগুলো বাফার গুদামের হিসাব কর্মকর্তা আহসান হাবিবের মাধ্যমে রাজশাহীতে মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের পরীক্ষাগারে পাঠানো হয়।

বগুড়া শহরের তিনমাথা এলাকায় অবস্থিত বিসিআইসির বাফার গুদামের ইনচার্জ মোস্তফা কামাল জানান, ওই ৭টি ট্রাকের সারের নমুনা সংগহের পর পরই চট্টগ্রাম থেকে আরও ১০ ট্রাকে ১৪০ মেট্রিক টন সার এসে গুদাম চত্বরে পৌঁছে। একই সন্দেহের কারণে সেগুলোরও আনলোড কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা গুদাম পরিদর্শনে ১৭ ট্রাকে আসা সার পরীক্ষা করার সিদ্ধান্তের কথা জানান।

তদন্ত কমিটির অন্যতম টিএসপি কমপ্লেক্সের ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম জানান, আগে পাঠানো বস্তার সঙ্গে ১৭ টাকে আসা সারের বস্তাগুলোর তারতম্য লক্ষ্য করা গেছে। বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পর এটা তদন্তের জন্য কমিটি করা হয়।

মাজহারুল ইসলাম বলেন, সার যেহেতু একটি রাসায়নিক দ্রব্য সেজন্য খালি চোখে দেখে কোন কিছু বোঝা যাবে না বলেই সেগুলো পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি ৩ দিনের মধ্যে আমরা ফলাফল পাব। এরপর সেই ফলাফল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

শেয়ার