মাগুরায় উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় বিনামূল্যে কম্পিউটর এপ্লিকেশন প্রোগ্রাম প্রশিক্ষণ শুরু হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের আর্থিক সহায়তায় শহরের জামে মসজিদ রোড জুতাপট্টিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান কম্পিউটার ইনফরমেশন সিস্টেম মাগুরা শহরে ৪৫জন নারী প্রশিক্ষণার্থী নিয়ে এ প্রশিক্ষণ শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার ইনফরমেশন সিস্টেমের প্রধান প্রশিক্ষক সাইফুল্লাহ শহীদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আনজুমান আরা মাহমুদা, প্রশিক্ষণার্থী সুস্মিতা বিশ্বাস ও জয়িতা দাসসহ অন্যরা। বক্তারা সরকারি উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন করতে প্রশিক্ষণার্থীদের কাছে আহবান জানান। কর্ম কর্তাবৃন্দ এ কর্মসূচীর সাফল্য কামনা করেন।