Top

মাগুরায় হাসপাতালে জীবিত কঙ্কাল ভর্তি

০৩ সেপ্টেম্বর, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ
মাগুরায় হাসপাতালে জীবিত কঙ্কাল ভর্তি
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরা সদর উপজেলায় রাস্তা থেকে কঙ্কালসার অজ্ঞাত (৬০) এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে তাকে হাজরাপুর ইউনিয়নের সাইত্রিশ বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করছে পুলিশ।

রাস্তায় পড়ে থাকা অবস্থায় তার গাঁয়ে একটি সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রের চাদর জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, মুমূর্ষু অবস্থায় সে কোনো হাসপাতালে ভর্তি ছিল। পরে পরিবারের কেউ তাকে মাগুরা- ঝিনাইদাহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় ফেলে গেছে।

ওই এলাকার মতিয়ার লস্কর জানান, দুপুরের পর থেকেই তাকে বাজার এলাকার ছোটখালীমপুর রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ৯৯৯ নাইনে ফোন দিলে সন্ধ্যার পর সদর থানা পুলিশ থাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রফিকুল আহসান বলেন, ‘তার অবস্থা দেখে মনে হয়েছে দীর্ঘদিন তাকে পুষ্টিকর খাবার তো দূরের কথা স্বাভাবিক খাবারও দেয়া হয়নি। পরে মৃতপ্রায় অবস্থায় ওই এলাকায় ফেলে গেছে। এখন তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ তার পরিচয় সন্ধান করছে।’

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাকে উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেছি। এখন তার চিকিৎসা চলছে। তাকে এখন সুস্থ করাটাই সবচেয়ে বেশি জরুরি। তার পরিচয় ঠিকানা অনুসন্ধান করা হচ্ছে।

শেয়ার