Top

সালথার বিতর্কিত ইউএনওকে প্রত্যাহার: বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ

০৫ সেপ্টেম্বর, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
সালথার বিতর্কিত ইউএনওকে প্রত্যাহার: বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ
সালথা-নগরকান্দা (ফরিনদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: তালিমা আকতারকে প্রত্যাহার করা হয়েছে। মাত্র এক বছর পার হওয়ার আগেই তাকে প্রত্যাহার করা হলো।

রবিবার (৪ সেপ্টেম্বব) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সিনিয়র সহকারী সচিব এস এম মাহফুজুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। জনস্বার্থে তাকে সালথার ইউএনওর পদ হতে প্রত্যাহার করে পদায়নের লক্ষে তার চাকরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিআইডাবিøউটিএ ঢাকায় ন্যস্ত
করা হলো বলে প্রজ্ঞাপনে জারিকৃত আদেশে উল্লেখ করা হয়েছে।

ইউএনও তাছলিমা আকতার ২০২১ সালের ১৩ অক্টোবর সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দেন। ইউএনও থাকাকালে তিনি বেশ কিছু বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তার স্বামী মো. শাহেদ চৌধুরীকে দিয়ে মাননীয় প্রধানন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে করায় তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। তখন ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠে। এ ছাড়া নিজের বাসার কাজের নারী ও অফিস সহকারীদের সাথে দুর্ব্যবহার ও চাসহ কাপ ছুড়ে মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি উপজেলা পরিষদ ভবনে ছাগল পালন করে নানা বিতর্ক সৃষ্ট করেন। ইউএনও ও তার স্বামীর এসব অপকর্মের ঘটনা নিয়ে সম্প্রতি একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রত্যাহার সংক্রান্ত এ আদেশটি বদলী হিসেবে দেখছেন ইউএনও তাসলিমা আকতার। জানতে চাইলে ইউএনও সাংবাদিকদের বলেন, বদলি সরকারি চাকুরি বিধির একটি নিয়মিত প্রক্রিয়া। তিনি বলেন, তবে সালথার

ইউএনও হিসেবে নতুন কাউকে এখনও পদায়ন দেওয়া হয়নি। নতুন ইউএনও এলে তার কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি সালথা ত্যাগ করবেন। তিনি বলেন, বদলীর আদেশে কবে তাকে যেতে হবে এ সংক্রান্ত কোন সময় বেধে দেওয়া হয়নি।

মিষ্টি বিতরণ এদিকে ইউএনওর প্রত্যাহারের খবরে আনন্দিত হয়ে উপজেলার বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ও সাধারন মানুষকে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ করেন তারা। উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজারে মিষ্টি বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা সন্তান আবুল বাসার ও আবু কাইয়ুম মিয়া বলেন, বর্তমান ইউএনও সালথায় যোগদানের পর থেকে তিনি একটি পক্ষকে ইন্ধন দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিল। তিনি কোন মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদের সাথে ভাল আচরন করে নাই। তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি একজন অযোগ্য অফিসার। সবুর খান ও আবু আলম নামে দুই ব্যক্তি বলেন, ইউএনও বিএনপি- জামায়াতের সাথে হাত মিলিয়ে এই থানায় অরাজকতা সৃষ্টি করেছেন। সরকারি ঘর নির্মাণেও তিনি ও তার স্বামী অনিয়ম করেন। তাকে প্রত্যাহার আমরা আনন্দিত হয়ে মিষ্টি বিতরণ করছি।

সোনাপুর বাজারে মিষ্টি বিতরণকালে উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বলেন, উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহার করায় খুশি হয়ে আমি জনগনকে মিষ্টি খাওয়াচ্ছি। সে এখানে পার্টিগতভাবে সার্পোট নিত। একদলকে সার্পোট দিয়ে অন্য অন্যদলকে ধ্বংস করত। এমন পরিস্থিতে তাকে প্রত্যহার করায় সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মাতুব্বর বলেন, আমাদের এলাকার আক্কাসের বোন ইউএনওর বাসায় কাজ করতেন। শুনেছি তাকে বাসায় আটকে রেখে নির্যাতন করেছিল। একজন অসহায় মহিলাকে বাসায় আটকে রেখে এভাবে নিয়াতন করে জঘন্য অপরাধ করেছে। এ ছাড়া আমরা মুক্তিযোদ্ধারা তার অফিসে সাক্ষাত করতে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হত। তার আচরণ আমাদের কাছে কোনোভাবেই গ্রহণ যোগ্য না। তার এখানে না থাকাই উচিত।

শেয়ার