Top
সর্বশেষ

বগুড়ায় নতুন জীবন পেল ৫০ ঘুঘু

০৭ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
বগুড়ায় নতুন জীবন পেল ৫০ ঘুঘু
বগুড়া প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শিকারির কাছ থেকে পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’-এর সদস্যরা। বুধবার দুপুর ২টার দিকে নন্দীগ্রাম উপজেলার কোলদীঘি এলাকায় অভিযান চালিয়ে ৫০ টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়।

বুধবার দুপুরে আটকে রাখা পাখি দিয়ে ফাঁদ পেতে দেশি পাখি ধরছেন এক শিকারি, এমন গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’-এর সদস্যরাসহ থানা পুলিশের একটি দল নন্দীগ্রাম উপজেলার কোলদীঘি মাঠে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে শিকারি পালিয়ে যায়। সেখান থেকে ৫০ টি ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়। পরে পাখি শিকার করার তিনটি জাল উদ্ধার করা হয়।

তীর-এর সভাপতি রাকিবুল হাসান জানান, এই পাখিগুলো আমাদের প্রকৃতির একটি বড় সম্পদ। যেসব স্থানে এসব পাখি অবৈধভাবে বিক্রি হয় সেখানে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিয়মিত নজরদারি রয়েছে। পাশাপাশি আমাদের অভিযানও অব্যাহত রয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী এর পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুসারে দেশটি পাখি ধরা-মারা, ক্রয়-বিক্রয়, হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ।

শেয়ার