Top
সর্বশেষ

সিরাজগঞ্জে অসময়ে যমুনায় পানি বৃদ্ধি

০৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে অসময়ে যমুনায় পানি বৃদ্ধি
সিরাজগঞ্জ প্রতিনিধি :

প্রবল বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে অসময়ে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। একারণে যমুনার শাখা নদীসহ খাল বিলেও পানি বৃদ্ধি পেয়েছে। অসময়ে পানি বৃদ্ধির ফলে বিশেষ করে যমুনার অভ্যান্তরে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পানি বৃদ্ধির ফলে তৃতীয় দফায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। তবে চরাঞ্চল ও ভাঙ্গন কবলিত এলাকাবাসী এখন আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।

গত ২৪ ঘণ্টায় যমুনায় পানি ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যেই যমুনা শাখা নদী ফুলজোড়,করোতোয়া,বড়াল ও দইভাঙ্গা নদীসহ অনেক নদী ও খালবিলও ভরে উঠতে শুরু করেছে। এ কারনে নিম্নঞ্চলের রোপনকৃত মৌসুমী রোপা আমন ডুবে যাওয়ার আশঙ্কাও করছে কৃষকেরা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) রনজিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েক সপ্তাহ ধরে যমুনায় পানি বৃদ্ধি পেয়েছে। এ পানি বৃদ্ধি মাঝখানে বন্ধ হলেও কয়েকদিন ধরে আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও দফায় দফায় প্রবল বর্ষণের কারণে যমুনায় পানি বৃদ্ধি ও হ্রাস নির্ভর করে। যমুনার নদীর পানি সপ্তাহখানেক বাড়লেও বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার