কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী নির্বাচিত হয়েছেন। রোববার প্রেসক্লাবে দ্বি-বার্ষিক এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের ৫৮ জন ভোটারের ভেতর ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন, যুগ্ম সম্পাদক পদে উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম ও গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান জয়লাভ করেছেন। নির্বাহী কমিটির ৫টি সদস্য পদে মেহেদী হাসান জাহিদ, শাহিনুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, আব্দুর রাজ্জাক ও আব্দুল করিম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কেশবপুর প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম। এছাড়া কমিশনের সদস্য ছিলেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও রুহুল আমীন খান। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।