১০ বছরের পুরাতন সকল মামলা তিন মাসের মধ্যে নিস্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। শনিবার মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আইনজীবীদের সাথে মত বিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন ।
আদালতগুলিতে মামলা জট কমিয়ে আনতে খুলনা বিভাগের এ সংক্রান্ত মনিটরিং কমিটির সভাপতি বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ বিচার প্রার্থীদের যেন বছরের পর বছর আদালতে না ঘুরতে হয় সেজন্য মামলাগুলো দ্রুত নিস্পত্তি করতে হবে। কমিয়ে আনতে হবে মামলা জট । বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মশিউদ্দৌল্লাহ রেজাসহ অন্যরা।