চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোতালেব হোসেন (৫০) নামের এক ব্যাটারি চালিত পাখি ভ্যানচালক নিহত হওয়ার ঘটনা সংগঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বৈদ্যনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।ঘাতক যাত্রীবাহী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতারা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে রাখে। পরে জীবননগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
নিহত পাখি ভ্যানচালক মোতালেব হোসেন(৫০) উপজেলার হাসাদাহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে।নিহত ভ্যানচালক মোতালেব ও তার একমাত্র ছেলে পাখি ভ্যান চালিয়ে সংসার চালাতেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন। একমাত্র উপার্জনক্ষম বাড়ির অভিবাবকে এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতাম বইছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাদহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিল। বাসটি পথিমধ্যে বৈদ্যনাথপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাখি ভ্যানচালক মোতালেব হোসেন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ছাড়া বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।