Top

মানুষেরা আমারে ভ্যান কিনে দিছিল সেই ভ্যানটাই চোরে নিছে

২৮ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
মানুষেরা আমারে ভ্যান কিনে দিছিল সেই ভ্যানটাই চোরে নিছে
মাদারীপুর প্রতিনিধি :

ভ্যান চুরি হওয়ায় তিনদিনে থামেনি প্রতিবন্ধী সেলিম (৪০)সরদারের কান্না। আত্বীয়স্বজরা মিলে তাকে কিনে দিয়েছিলো এই ভ্যানটি তা হারিয়ে নিঃস্ব। ভ্যান চুরির পর থেকে চুলায় ধরাতে পারেনি আগুন।প্রতিনিদিন ভ্যান চালিয়ে পেত ২০০-৩০০ টাকা তা দিয়ে কিনতে হতো চাউল আর নিজের ঔষধ। প্রতিবন্ধী ভ্যান চালকের বাড়ি মাদারীপুর সদর উপজেলা ঝাউদি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালাইমারা গ্রামে।

গত রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার সাবেক পুলিশ ফাঁড়ি মাদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবন্ধী ভ্যান চালক ও এলাকাবাসী বলেন,মাদ্রা এলাকার সাবেক পুলিশ ফাড়ির পাশে ধলু কাজী দোকানে ইঞ্জিনচালিত ভ্যান রাত ১০ টার দিকে চার্জে রেখে চাউল ও ডাল,তেল নিয়ে বাড়ি যাওয়ার। কয়েক ঘন্টা পর শোনে দোকানের তালা ভেঙ্গে চোরে চুরি তার ভ্যান। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রতিবন্ধী অসহায় সেলিম সরদার।সেলিমের স্ত্রী দীর্ঘ তিন বছর আগে দুই বছরের ছেলে ও এক বছরের মেয়ে বাচ্চা রেখে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আর নবজাত সন্তানকে লালন-পালন করে বড় করেছে প্রতিবন্ধী সেলিমের মা আমবিয়া বেগম।দুই সন্তান নিয়ে বসবাস করে ছোট একটা কুঁড়েঘরে।সে আগে রাস্তায় ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করতো। হাঠাৎ রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় পা ভেঙে যায়। তখন টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি।ওখান থেকে পায়ে সমস্যা রয়ে যায়।তারপর থেকে কোন কঠোর পরিশ্রম করতে না পারায় তার আত্মীয় স্বজনরা মিলে তাকে একটি ভ্যানগাড়ি কিনে দিয়েছিল।ভ্যান চালিয়ে ভালই চলতেছিল প্রতিবন্ধী সেলিমের সংসার।
প্রতিবন্ধী ভ্যানচালকের মা আমবিয়া বেগম ঢাকা পোস্টকে বলেন, সেলিমের স্ত্রী মারা যাওয়ার পরই দুইটি বাচ্চাকে ছোটকাল থেকেই আমি লালন পালন করেছি। আমাদের এলাকার আত্মীয়-স্বজনরা মিলে একটি ভ্যান কিনে দিয়েছিল। সেই ভ্যান দিয়ে সন্তানাদি নিয়ে ভালোই সংসার চালাতে ছিল। এখন ভ্যান চুরি চুরি হওয়ার পর থেকে আজকে তিন দিন ধরে আমাদের চুলায় আগুন ধরাতে পারিনা।ও ভ্যান না চালাইলে আমাদের খাবার জোটে না। আমরা কোন খাবার খাইতে পারতেছিনা। সরকার ও বিত্তশালী লোকজনের কাছে আমাদের আবেদন সরকার যাতে আমাদের একটি ভ্যানের ব্যবস্থা করে দেয়।

প্রতিবন্ধী ভ্যানচালক সেলিম সরদার বলেন,স্যার আমার আত্মীয়-স্বজনরা মিলে আমাকে একটি ভ্যান কিনে দিয়েছিল। সেই ভ্যান আবার চোরে নিছে।এখন আমায় কে ভ্যান কিনে দিবে। আমি ভারি কোন কাজ করতে পারি না, এখন কি খাব?

প্রতিবন্ধী ভ্যানচালকের দুলাভাই ধলু কাজী বলেন গ্যারেজে ভ্যান রাখার সামর্থ্য নেই। তাই আমি আমার দোকানে ওরে ভ্যান রাখার ব্যবস্থা করে দিয়েছিলাম।রাত দুইটার দিকে বিকট শব্দ শুনে জেগে উঠলে দরজা খুলতে গেলে দেখি বাহির থেকে দরজা আটকানো।পরে স্হায়ী লোকজনের সহযোগিতায় দরজা খুলে দোকানের সামনে গিয়ে দেখি তালা ভাঙ্গা সবকিছু আছে কিন্তু নেই ভ্যানটি।
আমরা সবাই মিলে ওরে ভ্যান কিনে দিয়েছিলাম।ভ্যান চুরি হওয়ার পর থেকেই রাস্তা রাস্তা হাটে আর হাউমাউ করে কান্দে। আর বলে আমি আমার ছেলে মেয়েকে আর বাঁচাতে পারব। না কারণ আমি কামাই করতে পারবো না। তাই আমি কিভাবে তাদের খাবার যোগায় দিব। সরকারের কাছে আমাদের একটা দাবি সরকার যেন তাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দেয়। তাহলেও ঠিকমতো আবার সংসার চালাতে পারবে।

প্রতিবন্ধী ভ্যান চালকের নয় বছরের মেয়ে ফাতেমা বলেন, আমার বাবার ভ্যান চুরি হওয়ায় পর থেকে আমাদের ঘরে কোন চাউল নেই, স্কুলে যেতে পারি না টাকার অভাবে।কেউ যদি আমার বাবাকে একটি ভ্যান দেয় তাহলে দুমুঠো খেয়ে বাঁচত পারব।

স্হানীয় আরেক ভ্যান চালক রুবেল আকন বলেন,প্রতিবন্ধী সেলিম সরদারের ভ্যান চুরি হওয়ায় সব শেষ হয়ে তার। কে পাশে দাঁড়াবে তার? কে তাকে সাহায্য সহযোগিতা করবে। তার কান্না দেখে আমার অনেক কান্না আসে।ধনি লোকের কাছে আমাদের জোর দাবি তাকে যেন একটা ভ্যান দেয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ভ্যান চুরির বিষয়ে কিছু জানি না। এ নিয়ে কেউ থানায় অভিযোগ বা জিডি করেনি। করলে ব্যবস্থা নেব।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দীন বলেন,প্রতিবন্ধী সেলিম সরদারের ভ্যান চুরি হওয়া ঘটনাটি খুবই দুঃখজনক।আমাদের কাছে আবেদন দিলে দেখে সাহায্যের করার ব্যবস্হা নিবো।

শেয়ার