Top

সিরাজগঞ্জে মা ও দু’সন্তান হত্যার রহস্য উদঘাটন গ্রেপ্তার

০৩ অক্টোবর, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মা ও দু’সন্তান হত্যার রহস্য উদঘাটন গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মবুপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে শনিবার বিকেলে মা ও তার দুই শিশু পুত্রের লাশ উদ্ধারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নৃশংস এ ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

সেইসাথে এ ট্রিপল মার্ডারের একমাত্র আসামি তাঁত শ্রমিক আইয়ুব আলী সাগরকে (২৮) আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রেফতার করতেও সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আইয়ুব আলী সাগর উল্লাপাড়া উপজেলার নন্দিগাঁতী গ্রামের মৃত মোকছেদ মোল্লার ছেলে।

পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল সোমবার (৩ অক্টোবর) দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নৃশংস এই ট্রিপল মার্ডারের ঘটনার বর্ননা করেছেন। তিনি বলেন, গত শনিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার মবুপুর পশ্চিমপাড়া গ্রামের নিজ ঘর থেকে রওশন আরা (২৯), তার দুই ছেলে জিহাদ (১০) ও মাহিন (৩) এর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত রওশন আরার ভাই নুরুজ্জামান জামান বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেন। এ হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একটি চৌকস টিম গঠন করা হয়। রোববার (২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নিজ বাড়ির সামনে থেকে আসামি আইয়ুব আলী ওরফে সাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁতশ্রমিক আইয়ুব আলী সাগরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, নিহত ভিকটিম রওশন আরা তার সৎ ভাগ্নি। তাঁতের পেশার আয় দিয়ে সংসার না চলায় গত দেড় বছরের মধ্যে চারটি এনজিও থেকে ১ লাখ ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ নেয় আইয়ুব আলী।

সংসার চালানোর পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্থ হয়ে গত ২৬ সেপ্টেম্বর তার সৎ ভাগ্নি রওশন আরার কাছে টাকা ধার চান। কিন্তু রওশন আরা তার কাছে টাকা নেই বলে জানিয়ে দেয়। আসামি আইয়ুব আলী রওশন আরার ঘরে থাকা চারটি ট্রাঙ্ক দেখে এর ভেতরে টাকা আছে ধারণা করেন। এমনটি মনে করেই সে চুরির সিদ্ধান্ত নেয়। গত ২৮ সেপ্টেম্বর সে আবারও রওশন আরার বাড়িতে যায় এবং রাতে তাদের বাড়িতে থেকে যায়। রাতে সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর আইয়ুব আলী চাবি নিয়ে ট্রাঙ্ক খুলে খোঁজাখুঁজি করতে থাকেন।

একপর্যায়ে রওশন আরা ঘুমের মধ্যে নড়চড়া করা দেখে তার চুরি দেখে ফেলেছে ভেবে আইয়ুব আলী মরিচ পেসার পাটার শীল দিয়ে প্রথমে ভাগ্নি রওশন আরার বুকে আঘাত করে ও পরে গলাটিপে হত্যা করে। এরপর ছোট শিশু মাহিন জেগে উঠলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং সবশেষে অপর শিশু জিহাদ ঘুম থেকে জেগে উঠলে তাকেও শ্বাসরোধ করে হত্যা করে নিষ্ঠুর ও পাাষন্ড আইয়ুব আলী। মা ও দুই সন্তানকে হত্যার পর ঘরের চারটি ট্রাঙ্ক খুলে টাকা খুঁজতে থাকে এবং কোনো প্রকার টাকা-পয়সা না পেয়ে ভোরের আজান হলে ঘরের বাইরে দরজায় শিকল দিয়ে পালিয়ে যায় সে। তবে নিহত রওশন আরার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বাস করায় দুই শিশু সন্তানদের নিয়ে রওশন আরা মবুপুর পশ্চিমপাড়া গ্রামের মাঠের মধ্যে ফাঁকা জায়গায় ঘর নির্মান করে বসবাস করতো।

শেয়ার