Top

মাদক মামলায় সাবেক প্যানেল মেয়রের যাবজ্জীবন

০৩ অক্টোবর, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
মাদক মামলায় সাবেক প্যানেল মেয়রের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুরে মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি, সাবেক পৌর কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগের নেতা আল হেলাল নির্পন (৪৬) আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (৩ অক্টোবর) আসামি আল হেলাল নির্পন আদালতে আত্মসমর্পণ করলে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

আত্মসমর্পণকারী ফেনসিডিল ও ইয়াবা মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি আল হেলাল নির্পন কুষ্টিয়ার মিরপুর উপজেলা শহরের আদর্শপাড়া এলাকার আকিম উদ্দিনের ছেলে। তিনি মিরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আওয়ামী লীগের নেতা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ অক্টোবর রাত ৯টার দিকে মিরপুর উপজেলা শহরের আদর্শপাড়া এলাকায় আল হেলালের বসতবাড়ির গেট সংলগ্ন তার ব্যক্তিগত অফিস রুমে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা এবং ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় মামলা হয়।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৮ ডিসেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই এমদাদুল হক আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিলের ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় গত ২৮ সেপ্টেম্বর আসামি আল হেলাল নির্পনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আল হেলাল আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক আসামি আল হেলাল সোমবার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আল হেলাল আদালতে আত্নসমর্পণ করেছেন। তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

 

শেয়ার