Top

জয়পুরহাটে ২ ভূয়া চিকিৎসক গ্রেপ্তার

০৫ অক্টোবর, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
জয়পুরহাটে ২ ভূয়া চিকিৎসক গ্রেপ্তার
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের কলেজ গেট এলাকা থেকে দুইজন ভূয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- আক্কেলপুর উপজেলার সোনাই মাগুরা গ্রামের মৃত আব্দুর রহমান ছেলে হারুনুর রশিদ ও একই উপজেলার কেশবপুর গ্রামে রাজিব উদ্দিনের ছেলে কায়েম উদ্দীন মন্ডল।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, কায়েম উদ্দিন মন্ডল গত ৩২ বছর ধরে এমবি বিএস ও হারুনুর রশিদ ১১ বছর ধরে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে প্রাকটিস করে আসছিলো সেই সাথে রোগীদের ভূল ওষুধ লিখে দিতো।

তারা দুইজনই এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেন নাই ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরে গতরাতে অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

পরবর্তিতে আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার