মাগুরায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুচিয়ামোড়া নৌকা বাইচ প্রতিযোগীতা গতকাল বিকালে মাগুরা সদর উপজেলার ফটকী নদীতে অনুষ্টিত হয়েছে। সংসদ সদস্য ড. বীরেন শিকদার নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন।
কুচিয়ামোড়া গ্রামবাসী নৌকা বাইচ মেলা কমিটি আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগীতায় মাগুরা, ফরিদপুর ও নড়াইল
জেলার বিভিন্ন এলাকার ৫ টি নৌকা অংশ গ্রহন করে। প্রতিযোগীতায় মাগুরা সদর উপজেলার নাটোপাড়া গ্রামের জান্নাত আলী মন্ডলের নৌকা প্রথম, মাগুরা জেলার বরইচাড়া গ্রামের বাবু অজান্ত বিশ্বাসের নৌকা ২য় এবং মাগুরা জেলার কুচিয়ামোড়া গ্রামের খগেন্দ্রনাখ রাজবংশীর নৌকা ৩য় স্থান লাভ করে। প্রতিযোগীতা শেষে সংসদ সদস্য ড. বীরেন শিকদার আনুষ্টানিকভাবে বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণ করেন। নৌকা বাইচ প্রতিযোগীতায় কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা
আওয়ামীলীগের সহসভাপতি আবু নাছির বাবলু। এই নৌকা বাইচ প্রতিযোগীতা বিভিন্ন এলাকার মানুষ উপভোগ করেন।