Top

ভারতের বিপক্ষে বাংলাদেশের হার

০৮ অক্টোবর, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ
ভারতের বিপক্ষে বাংলাদেশের হার
স্পোর্টস ডেস্ক :

নারী এশিয়া কাপে ফের হারের মুখ দেখলো স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমান চ্যাম্পিয়নদের ৫৯ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিলো ভারত। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ১৫৯ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করে নিগার সুলতানারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। একের পর এক দারুণ সব শটে বাংলাদেশকে ভুগিয়েছেন স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মা জুটি। দুজনের জুটিতে উঠেছে ৯১ রান। ইনিংসের ১২তম ওভারের শেষ বলে স্মৃতির রানআউটে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। ফেরার আগে ৩৮ বলে ৪৭ রান করেন ভারতের ভারপ্রাপ্ত এই অধিনায়ক। বাঁহাতি এই ব্যাটার ফেরার পর ৪০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি। হাফ সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি শেফালি। লেগ স্পিনার রুমানা আহমেদের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন ৪৪ বলে ৫৫ রান করা ডানহাতি এই ব্যাটার।

শেফালিকে ফিরিয়ে নিজের দ্বিতীয় ওভারেও একই ভূমিকাতে লেগ স্পিনার রুমানা আহমেদ। নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে রিচা শর্মা ও কিরণ নবগিরেকে ফেরান রুমানা। তার ফ্লাইট ডেলিভারিটি লং অনে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন রিচা (৪)। প্রায় একই টাইপের বলে বোল্ড হন কিরণ (০)।

রুমানার সামনে সুযোগ ছিল হ্যাটট্রিক করার। দিপ্তি শর্মা সেই সুযোগটি দিয়েছিলেনও। কিন্তু রুমানা রিটার্ন ক্যাচটি হাতে জমাতে পারেননি। দিপ্তি ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে সিলেট স্টেডিয়ামে ঝড় তোলেন জেমিমাহ রদ্রিগেস। শেষ ওভারের ৩ বল আগে সালমার বলে আউট হওয়ার আগে খেলেন ২৪ বলে ৩৫ রানের ইনিংস। সব মিলিয়ে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রুমানা। আগের ম্যাচে হ্যাটট্রিক করা তৃষ্ণা ২ ওভারে দেন ২৫ রান। এরপর তাকে আর বোলিং দেননি অধিনায়ক।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী ব্যাটিং করেন নারী দুই ওপেনার। দশম ওভারের প্রথম বলে উদ্বোধনী জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে আসে ৪৫ রান। ২৫ বলে ২১ করে ফিরে যান মুর্শিদা খাতুন। ৪০ বলে ৩০ করেন ফারজানা হক। ৪ বল পরই ফিরেন রোমানাও। রান আউটের শিকার হয়ে শূন্য রানেই ফেরেন তিনি। তবে একপ্রান্ত আগলে দারুণ খেলতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা। তবে ১৯তম ওভারে তিনিও ফিরেন সাজঘরে। তার নামের পাশে তখন ২৯ বলে ৩৬ রান।

এর আগে রিতু মনিও ফিরে যান ১২ বলে ৪ রানে। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল দু’জনেই ফিরেন ব্যক্তিগত ১ রানে। ফলে দলীয় শতক স্পর্শ করাও তখন হুমকির মুখে। তবে ইনিংসের শেষ বলে শতক পূরণ করে বাংলাদেশ হেরে যায় ৫৯ রানের বড় ব্যবধানে। শেষ ৯ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

শেয়ার