Top

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৩ বছর আজ

১১ অক্টোবর, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৩ বছর আজ
হাসান সিকদার, টাঙ্গাইল :

বুধবার ১২ অক্টোবর টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

নানা প্রতিবন্ধকতার পর ১৯৯৯ সালের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় ১২ জুলাই ২০০১ সালের ও তা কার্যকর হয় ২০০২ সালের ২১ নভেম্বর এবং একাডেমিক কার্যক্রম শুরু করে ২০০৩ সালের ২৫ অক্টোবর। যা টাঙ্গাইল শহর থেকে মাত্র ৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

বিশ্ববিদ্যালয়ের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচি নেয়া হয়েছে। সকাল ৮ টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসুচি শুরু করা হবে। এরপর পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হবে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করা হবে। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা শেষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরুষদের প্রীতি ফুটবল ম্যাচ ও মহিলাদের জন্য দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

জানা যায়, ৫৭.৯৫ একর (২৩.৩২ অধিগ্রহণকৃত) আয়তনের উপর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে ৬ টি অনুষদের অধীনে ১৮ টি বিভাগ চালু রয়েছে। সম্প্রতি ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫৩৪৭ জন (ছাত্র: ৩০১০ জন ও ছাত্রী: ২৩৩৭ জন) শিক্ষার্থী রয়েছে।

যার মধ্যে স্নাতক/ইঞ্জিনিয়ারিং পর্যায়ে ৪৩৯২ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৯১৪ জন, পিএইচডিতে ১৫ জন ও পিজিডি-ইন- আইসিটিতে ২৬ জন অধ্যয়নরত। সর্বমোট শিক্ষক সংখ্যা ২৪৩ জন (পুরুষ: ১৮১ জন ও নারী: ৬২ জন)। যার মধ্যে অধ্যাপক ৪১ জন, সহযোগী অধ্যাপক ৮৫, সহকারী অধ্যাপক ১০৮ জন, প্রভাষক ৯ জন এবং পিএইচডি ডিগ্রীধারী শিক্ষক ৭৪ জন।এছাড়া ২৫২ জন কর্মকর্তা ও ৩৬২ জন কর্মচারী রয়েছে। শিক্ষার্থীদের জন্য ৭ টি হল রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন বলেন, আমি এখানে যোগদানের পর গবেষণার দিকে গুরুত্ব দিচ্ছি। শিক্ষার্থীরা যেন সেশনজটে না পড়ে, সেদিকেও লক্ষ্য রাখছি। সবাই মিলে চেষ্টা করলে বিশ^বিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া সম্ভব।

 

শেয়ার