Top

সিরাজগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ১৯ জেলের কারাদণ্ড

১৫ অক্টোবর, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ১৯ জেলের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে ১ মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন এ কারাদন্ডাদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে প্রায় দিনভর যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

সরকারি নিদের্শ অমান্য করে যমুনায় মা ইলিশ ধরার দায়ে ওই ১৯ জেলেকে গ্রেফতার করা করা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লেখিত শনিবার দেশ দেয়া হয়েছে।

এ সময় তাদের কাছে থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ১৩ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ অভিযানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ উপ-পরিচালক মো: আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা ও মৎস্য দপ্তরের জৈ্যষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।

 

শেয়ার