Top

চরভদ্রাসনে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

১৮ অক্টোবর, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
চরভদ্রাসনে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ পালন করা হয়েছে। চরভদ্রাসন উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল ৯ টার দিকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও চরভদ্রাসন সরকারি কলেজ।

পূস্পস্তবক অর্পণ শেষে পরিষদ চত্বর হতে নানা শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে একটি র‍্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে “শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রানবন্ত নির্ভীক” বিষয়ক আলোচনা সভা ও পুরুস্কার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.খাইরুল ইসলাম,থানা পরিদর্শক মিন্টু মন্ডল,মুক্তিযোদ্ধা আবুল কালাম ও আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার