Top

এতিম শিশুদের সাথে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটলেন মেয়র

১৮ অক্টোবর, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
এতিম শিশুদের সাথে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটলেন মেয়র
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কেটেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমান।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু পরিবারের এতিম শিশুদের সাথে নিয়ে কেক কাটেন তিনি। কেট কাটা শেষে এতিম শিশুদের সাথে দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নেন ও তাদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোখলেসুর রহমান বলেন, ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকেরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

মেয়র আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ১১ বছরের কচি বয়সে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় শেখ রাসেল। মা, বাবা, দুই ভাই, ভাইয়ের স্ত্রী, চাচার লাশের পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে সবার পর সবশেষে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় শেখ রাসেলকে। তার আগে সে বারবার বলেছিল, ‘মায়ের কাছে যাব’। তৃষ্ণার্ত হয়ে পানি খেতেও চেয়েছিল। মায়ের কাছে নেওয়ার নাম করেই হত্যা করা হয় শিশু রাসেলকে।

পৌর মেয়র মোখলেসুর রহমান বলেন, পৃথিবীতে যুগে যুগে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু শিশু রাসেলের মতো এমন নির্মম, নিষ্ঠুর এবং পৈশাচিক হত্যাকাণ্ড কোথাও ঘটেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রিয় আদরের ছোট ভাইকে হারিয়েছেন। সেই শোককে শক্তিতে পরিনত করে দেশের সকল শিশুদের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নাজনিন ফাতেমা জিনিয়া, ০৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদসহ শিশু পরিবারের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার