শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু অধিকার পরিস্থিতি নিয়ে জেলা পুলিশের সাথে সংলাপ করেছে এনসিটিএফ মাগুরা শাখা।
গতকাল দুপুরে জেলা পুলিশ কার্যালয়ের হল রুমে ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় এনসিটিএফ মাগুরা শাখা এ সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (ক্রাইম এন্ড অপস্)। বক্তব্য রাখেন এনসিটিএফ মাগুরা শাখার ডিস্টিক ভলেনটিয়ার সাবিহা লিজা, রাহিবুজ্জামান, এনসিটিএফ কেন্দ্রীয় সহসভাপতি ও মাগুরা শাখার সভাপতি তিশা বৈদ্য, সাধারণ সম্পাদক সুলতান শেখ প্রমুখ।
সংলাপে কেন্দ্রীয় সহসভাপতি ও মাগুরা শাখার সভাপতি তিশা বৈদ্য বলেন, সারাদেশের মতো মাগুরাতেও শিশুরা ইফটিজিং, সহিংসতা ও বাল্যবিবাহের শিকার হচ্ছে। সংলাপে জেলা এনসিটিএফ মাগুরা শাখার সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।