মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বৃষ্টির কারণে প্রথমে আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং পরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বর্তমানে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয়তে আছে ইংল্যান্ড। অন্যদিকে, সমান পয়েন্ট নিয়ে তালিকার চারে অস্ট্রেলিয়া। গ্রুপটিতে ছয় দলের মধ্যে চার দলেরই পয়েন্ট এখন সমান। তবে, দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়ে চার দশমিক ৪৫ রান রেট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ড।
আজকের আবহাওয়া আফগানিস্তানের কপাল পুড়িয়েছে। বৃষ্টির কারণে তিন ম্যাচের মধ্যে দুটিতেই তারা মাঠে নামতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে গত শনিবার তারা পাঁচ উইকেটে হেরেছিল। তাই সেমির লড়াইয়ে টিকে থাকতে জয়ের প্রয়োজন মোহাম্মদ নবীদের।
গত বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আজ শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমির লড়াইয়ে আফগানদের কিছুটা পিছিয়েই থাকতে হবে। আর বারবার জয় থেকে বঞ্চিত হয়ে পয়েন্ট তালিকার তলানিতে চলে গেছে নবী-রশিদরা।
এদিকে, স্বাগতিক অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে কিউইদের কাছে ৮৯ রানে হেরে বড় ধাক্কা খায়। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ায় অসিরা। সেমির লড়াইয়ে টিকে থাকতে অ্যারন ফিঞ্চদের জয়ের বিকল্প নেই। আজকের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার সে পথ কিছুটা কণ্টকাকীর্ণ হয়ে পড়েছে।