সিরাজগঞ্জের যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৬ জেলেকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রট এস. এম রকিবুল হাসান এ জরিমানা করেন।
এদের মধ্যে ৪ জনকে দেড় হাজার টাকা করে ও ২ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোর রাত থেকে বিকেল পর্যন্ত যমুনা নদীর সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালে ৬ জেলেকে আটক ও ৬ কেজি মা ইলিশ উদ্ধারসহ ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এরপর সন্ধ্যায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক উল্লেখিত টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্টটের নেতৃত্বে এ, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, সহকারী পরিচালক এস, এম আবুল বাসার, সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন, নৌ-পুলিশের এসআই মাইদুল ইসলাম অভিযান পরিচালনায় সহায়তা করেন। এছাড়া জব্দকৃত মা ইলিশ লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত জাল জনসম্মূখে পুড়িয়ে ফেলা হয়েছে ।