সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুলতান মাহমুদকে অর্থ আত্মসাতের মামলায় কারাগারে সপাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির বুধবার (২ নভেম্বর) দুপুরে দুদকের দায়ের করা ৩২ লাখ টাকা আত্মসাতের মামলায় এ নির্দেশ দেন।
সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা জানা গেছে, শাহজাদপুর উপজেলার জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, সংরক্ষিত নারী সদস্য সাহেলা বেগম ও সচিব জিয়াউল করিমের বিরুদ্ধে ২০২১ সালে এলজিএসপির (লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) ৩২ লাখ টাকা আত্মাসাতের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় চলতি বছরের ১৭ জানুয়ারি ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য সালেহা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করে।
প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে দুদকের কর্মকর্তা গত ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আজ বুধবার দ্বিতীয় বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ সআইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।