‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শ্লোগানে মাদারীপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে মাদারীপুর সমন্বিত সরকারি ভবনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমবায় কর্মকর্তা জয়ন্তী অধিকারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মোঃ মাইনউদ্দীন, স্থানীয় এমপি প্রতিনিধি আজিজুর রহমান খান, মাদারীপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি এ্যাডভোকেট শাকিলুর রহমানসহ সমবায়ী ব্যবসায়ীরা।
এসময় ৪টি উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান এবং ২ জন দুগ্ধ খামারী কে ১ লক্ষ টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী ও সাংবাদিক আঞ্জুমান জুলিয়া। অনুষ্ঠানে শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।