যেখানে চালকদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্ট। ডোপ টেস্ট না হওয়ায় নতুন লাইসেন্স ইস্যু ও নবায়ন করতে পারছেন না গাড়ি চালকরা।
মাদারীপুর জেলা সদর হাসপাতালে ডোপ টেষ্ট কিট না থাকায় সাড়ে তিন মাস ধরে ডোপ টেস্ট বন্ধ রয়েছে। এতে করে জেলার বিভিন্ন স্হান থেকে আগত ব্যক্তিরা ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন ও নতুন সরকারী চাকুরী প্রত্যাশিরা হচ্ছেন নানান হয়রানির শিকার।
সরকার নতুন লাইসেন্স ইস্যু,নবায়ন ও নতুন সরকারী চাকুরীর ক্ষেত্রে ডোপ টেষ্ট বাধ্যতা মূলক করে। এতে মাদারীপুরবাসীরা নিয়মিত সদর হাসপাতাল থেকে এসকল সেবা পেয়ে থাকত।গত সাড়ে তিন মাস ধরে হাসপাতালে
কোন কিট না থাকায় বন্ধ হয়ে যায় ডোপ টেষ্ট। এতে করে জেলার কয়েক হাজার লোকজনের নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন করা বন্ধ হয়ে পরেছে। অপর দিকে এ সংকটে নতুন সরকারী চাকুরী প্রত্যাশিরা পড়েছেন মহাবিপাকে। কিট সংকটে সেবা নিতে আসা লোকজনের মাঝে তৈরী হয়েছে চরম হতাশা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মাদারীপুর জেলা কার্যালয়ের সূত্র মতে জানা যায়, চলতি বছর ৩০ জানুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য সারা দেশে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার। মাদারীপুর জেলায় ডোপ টেস্ট চালু হয় গত ১লা ফেব্রুয়ারী। কিন্তু প্রায় সাড়ে তিন মাস ধরে ডোপ টেস্ট বন্ধ হয়ে যায়।
চালকরা মাদকাসক্ত কি না, সেই পরীক্ষা শুরু হওয়ার পরও চালকদের মধ্যে যেভাবে সাড়া পড়েছে সেই হারে হয়নি পরীক্ষা, উল্টো নতুন করে সেই সার্টিফিকেটের জন্য হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লাইসেন্স প্রাপ্তিতে আধুনিক এবং সহজলভ্যতা করতে না পারলে, অবৈধ চালকের সংখ্যা বাড়তে পারে।
মাদারীপুর কালকিনি উপজেলার পেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারী মো.রায়হান হোসেন জানান, হঠাৎ বিআরটিএ নিয়ম করছে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য ডোপ টেস্ট লাগবে। আমি লাইসেন্সের জন্য বিআরটিএ অফিসে লিখিত, ভাইবা ও প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাস করেছি। গত আগস্ট মাসে বিআরটিএ অফিস আমার ডোপ টেস্ট করার জন্য মাদারীপুর সিভিল সার্জন অফিসে চিঠি দিয়েছে। ওখানে যেয়ে শুনলাম মাদারীপুর এই পরীক্ষা হয় না। তাহলে আমরা কী করব? পাঁচ মাস ধরে লাইসেন্স ইস্যু ও নবায়ন হচ্ছে না। রাস্তায় নামলে পুলিশ ধরে হয়রানি করে।
মাদ্রা এলাকা থেকে নাজমুল হক নামে এক ব্যক্তি বলেন, বিআরটিএ অফিসে আসছিলাম পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে। এখন এসে শুনি তারা কোনো আবেদন জমা নেবে না। আগে ডোপ টেস্ট করতে হবে, পরে আবেদন নেবে
ডোপ টেস্ট করতে আসা রবিউল আলম জানান, আমি বিদেশ যাব তাই আমার জরুরি টেস্ট দরকার ছিল। হাসপাতালে এসে দেখি ডোপ টেস্ট বন্ধ এখন আমি কোথায় যাব? এখন আমি কিভাবে কি করব আমি বুঝতেছি না।
মোটরসাইকেল চালক মারুফবিল্লাহ বলেন, আমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে এখন আমি ডোপ টেস্ট করলেই কাগজগুলো নবায়ন করতে পারবো হসপিটালে এসে দেখি টেস্ট বন্ধ আমার লাইসেন্স নবায় না হলে তো আমি গাড়ি নিয়ে রাস্তা বের হতে পারবো না।
মাদারীপুর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মাহাবুব হাওলাদার জানান, মাদারীপুর অঞ্চলের চালকদের রাস্তাঘাটে হয়রানির শিকার হতে হচ্ছে লাইসেন্সের জন্য। মামলার ভয়ে চালকদের অনেকেই আন্তঃজেলা বাস চালাতে চাচ্ছেন না।
মাদারীপুর বিআরটিএ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব কামাল জানান, আমরা নিয়মিত ডোপ টেষ্ট করার জন্য মাদারীপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষর নিকট নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন কারীদের তালিকা পাঠাচ্ছি। কিন্তু টেস্ট কিট ফুরিয়ে যাওয়ায় ডোপ টেস্ট করতে পারছেন না বলে জানিয়েছেন।
মাদারীপুরসিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, আমরা বরাদ্দ এনেছি টেন্ডারের মাধ্যমে কিট ক্রয় করা হবে এবং আশা করি ১৫-১মাসের মধ্যে কম্পিলিট করতে পারবো এবং এ সমস্যা সমাধান হবে।