Top

অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ

০৭ নভেম্বর, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণ
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় অস্ত্র মামলার কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলাম (৫০) আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুরের দিকে আত্মসমর্পণ করলে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম রফিকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

আত্মসমর্পণকারী ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত জান আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারী রাত ১২টা ৫ মিনিটের দিকে কুষ্টিয়ার শহরের মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন হরেকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আসামি রফিকুলকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল।

তার কাছে থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। ছয় ছিদ্র বিশিষ্ট রিভলবারে দুটি গুলি ভর্তি ছিল। অস্ত্রসহ গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ২৭ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক আসামি রফিকুল সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, অস্ত্র মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আদালতে আত্নসমর্পণ করেছেন। তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

 

শেয়ার