গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ জনপথে শীত এসেছে একটু আগে। ছয় ঋতুর এই বাংলাদেশ, ঋতু পরিবর্তনের সাথে সাথে বদলে যায় ফসলের মাঠের চিত্র। এর ধারাবাহিকতায় এক সময়ের সবুজ মাঠ হয়ে যায় হলুদ। এবার প্রকৃতিতে একটু আগেই এসেছে শীত। সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে।
এমন চিত্রটি চোখে পড়েছে সরজমিনে ঘুরে আজ মঙ্গলবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ জনপদের ফসলের মাঠের দৃশ্য। উপজেলার বিস্তীর্ণ এলাকায় এ মৌসুমে সরিষার চাষ করা হয়েছে। চারিদিকে এখন শুধু হলুদ সরিষা ফুলের বর্ণিল সমারোহ।
মাঠজুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ। মৌমাছির গুন গুন শব্দে ফুলের রেণু থেকে মধু সংগ্রহ আর প্রজাপতির এক ফুল থেকে আরেক ফুলে ধেয়ে চলার অপরূপ প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। সকালের মিষ্টি রোদ আর বিন্দু বিন্দু শিশির ছুঁয়ে যায় ফুলগুলোকে। সরিষা ফুলের হলুদ হাসিতে রঙিন এখন উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা সহ সিংগার দিঘীর বিভিন্ন ফসলের মাঠ।
সরিষার ফুল যেন দিক-দিগন্ত রাঙিয়ে দিয়েছে। প্রকৃতি যেন হলদে শাড়ী পরা তরুণীর সাজে সজ্জিত হয়ে নতুন রূপে আবির্ভূত হয়েছে।সরিষা চাষে খরচ কম, কিন্তু লাভ বেশি। এ বছর অনাবৃষ্টির কারণে ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় জমিতে সেচ দিতে না পারায় অনেক কৃষক ধান চাষ করতে না পেরে জমি অনাবাদি ছিল তাই এখানকার কৃষকরা সরিষা চাষের ঝুঁকেছে।
এই উপজেলায় এ মৌসুমে অনেক কৃষক সরিষা শাক উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। সরিষার তেলের চাহিদা থাকে সারা বছর। উপজেলা নিজ মাওনা এলাকার সরিষা চাষী আফাজ উদ্দিন জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি হওয়ায় বাংলাদেশের এর প্রভাব পড়ায় তেলের দাম কিছুটা বেড়েছে তাই সরিষা উৎপাদন হলে এখানে তেলের দাম কিছুটা কমবে বলে আশা করছেন।
তাই চলতি মৌসুমে পাল্টে গেছে উপজেলার দিগন্তজোড়া মাঠের চিত্রও। শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস মিয়া জানান, এ বছর অনাবৃষ্টি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হওয়ায় ধান ক্ষেতে সেচ দিতে না পারায় উপজেলা কিছু এলাকায় ধানের জমি অনাবাদি থাকায় ,ধান চাষ বাদ দিয়ে সরিষার চাষে ঝুকেছেন এখানকার কৃষকরা ।আশা করা যাচ্ছে ধান চাষ চেয়ে সরিষা চাষে তারা অনেক লাভবান হবে। দেশের ভোজ্য তেলের চাহিদা ও পূরণ হবে।