Top

“ডেঙ্গু কেবল বাংলাদেশেই নয় সারা বিশ্বের অনেক দেশেই ছড়াচ্ছে”

১২ নভেম্বর, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
“ডেঙ্গু কেবল বাংলাদেশেই নয় সারা বিশ্বের অনেক দেশেই ছড়াচ্ছে”
মানিকগঞ্জ প্রতিনিধি :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ডেঙ্গু কেবল বাংলাদেশেই নয় সারা বিশ্বের অনেক দেশেই ছড়াচ্ছে। ডেঙ্গুর প্রকোপে দেশে এখনো পর্যন্ত প্রায় দুইশো ব্যক্তির মৃত্যু ঘটেছে। তবে এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি তেমন একটা আসবে না তখন ডেঙ্গুর প্রকোপ কমতে পারে। আমাদেরকে সচেতন হতে হবে। বাড়ির আশেপাশের এলাকায় জমে থাকা পানি যেন না থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। এছাড়াও পৌর সভা এলাকায় যত্রতত্র ভাবে পরিবেশ নষ্ট হয়ে যেন না থাকে সেদিকে সকলকেই লক্ষ রাখতে হবে। ডেঙ্গু আসলে এডিস মশা থেকে ছড়ায়। কাজেই এডিস মশার প্রজননক্ষেত্রকে ধ্বংসের দিকে খেয়াল রাখতে হবে।

আজ দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবি’র বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসমমন্ত্রী টিসিবি’র বিক্রয় কার্যক্রম প্রসঙ্গে বলেন, সরকার কোনো কিছুর দাম বাড়ায় নাই। বিশ্ব বাজারে দাম বেড়েছে বিদ্বায় বাংলাদেশে দাম বেড়েছে। তিনগুণ দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে এবং সবকিছুর খরচও তিনগুণ বেড়েছে। কাজেই দাম বেড়েছে। শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে দাম বেড়েছে। দেশের জনগণের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে সরকার লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। যার উদাহরণ এই টিসিবি। টিসিবি’র মাধ্যমে প্রায় সাড়ে সাতশো টাকার পণ্য ক্রয় করতে পারবেন মাত্র সাড়ে চারশো টাকার বিনিময়ে। সারাদেশেই এই কার্যক্রমের ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়াও মন্ত্রী গড়পাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক স্থানীয় জনগণের সুবিধার জন্য একটি এ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করায় প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। দেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ যদি এমন এ্যাম্বুলেন্সের আয়োজন করে তাহলে দেশের স্বাস্থ্য সেবা জনগণের কাছে পৌঁছে যাবে আমি বিশ্বাস করি।

মানিকগঞ্জ সদর উপজেলা যুব লীগের সভাপতি মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড আব্দুস সালাম পিপি, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, সদর উপজেলার চেয়ারম্যান ইসরাফিল হোসেন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার সহ আরও অনেকে।

শেয়ার