Top

ভুয়া দলিলে প্রবাসীর কোটি টাকার সম্পদ দখল

১৭ নভেম্বর, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
ভুয়া দলিলে প্রবাসীর কোটি টাকার সম্পদ দখল
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার সদর উপজেলায় ভূমি অফিসের তহসিলদারের যোগসাজশে ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করে অস্ট্রেলিয়া প্রবাসী ও বেসরকারি চাকরিজীবী দুই বোনের প্রায় ২৮ বিঘা পৈতৃক জমি ও পেট্রোল পাম্প জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী দুইবোন বাদী কুষ্টিয়া আদালতে ৭টি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মৃত নিয়ামত আলী শেখের মেয়ে জামিলা নাহার শেখ ও জুবাইদা নাহার শেখ। জুবাইদা নাহার শেখ অস্ট্রেলিয়া প্রবাসী এবং জামিলা নাহার শেখ সরকারি চাকরিজীবী। তারা বর্তমানে ঢাকার গুলশানে বসবাস করেন।

মামলার আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার দুর্বচরা গ্রামের মৃত শাহ উজির উদ্দিনেএ ছেলে শাহ মেসবাহুর রহমান (৫৫)। তিনি হরিনারায়ণপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার ছিলেন। বর্তমানে মনোহরদিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন। একই উপজেলার রাহিনী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শামসুল ইসলাম (৩০), একই গ্রামের আক্তার খায়ের ছেলে সাদ্দাম খা (৩০) এবং দুর্বচরা গ্রামের শাহ খলিলুর রহমানের ছেলে শাহ ইউসুফ হোসাইন (৩২)। ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মেসবাহুর রহমানের যোগসাজশে ভুয়া দলিলের মাধ্যমে প্রায় ২৮ বিঘা জমি জবরদখলের চেষ্টা করছে।

মামলার এজাহার সূত্র ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মৃত নিয়ামত আলী শেখের মেয়ে জামিলা নাহার শেখ সরকারি চাকরিজীবী। সে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন। এবং জুবাইদা নাহার শেখ অস্ট্রেলিয়া প্রবাসী। সে প্রায় ২৩ বছর ধরে অস্ট্রেলিয়া থাকেন। তারা গ্রামে যাতায়াত করতেন না। বেতনভুক্ত কেয়ার টেকাররা তাদের মাঠের আবাদি জমি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতে। জমির মালিকেরা এলাকায় না থাকার সুযোগ নিয়ে ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মেসবাহুর রহমানের যোগসাজশে আসামি শামসুল ইসলাম, সাদ্দাম খা এবং শাহ ইউসুফ হোসাইন ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করে প্রায় ২৮ বিঘা জমি, বাড়ি ও পেট্রোল পাম্প জবরদখলের চেষ্টা করছে। এঘটনা শোনার পর প্রায় ৭ বছর পর অস্ট্রেলিয়া প্রবাসী জুবাইদা নাহার জুন মাসে বাংলাদেশে আসেন। এবং ঢাকায় বসবাসকারী চাকরিজীবী বোন জামিলা নাহারকে সাথে করে ভূমিদস্যু ও দখলদারদের বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে তিনটি ক্রিমিনাল মামলা ও চারটি দেওয়ানী মামলা দায়ের করেন। মামলাগুলো বিচারাধীন রয়েছে।

আরও জানা গেছে, হরিনারায়ণপুর মৌজায় ১৮ বিঘা আবাদি জমি, বিত্তিপাড়া রাস্তার পাশে ২বিঘা জমি, উজান গ্রাম মৌজায় পেট্রোল পাম্পের ১৪ শতাংশ এবং বেড়বাড়াদি গ্রামের বাড়িসহ সাড়ে ৬ বিঘা জমির দখলের পায়তারা করছে আসামিরা। ইতিমধ্যে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেট্রোল পাম্প দখলে নিয়েছেন। ভুক্তভোগী দুই নারী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশের কাছে গিয়েও পাচ্ছেন না কোনো প্রতিকার। পেট্রোল পাম্প, আদালত ও গ্রামের বাড়িতে আসলে ভুক্তভোগী দুই নারীকে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা। পেট্রোল পাম্পের মামলায় আদালত স্থিতাবস্থা জারি করেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে দখলে নেয়া হয়েছে। এতে পুলিশের ভূমিকায় হতবাক সচেতন মহল। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে তারা।

ভুক্তভোগীরা জানান, বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে ওইসব জমির মালিক হন ভুক্তভোগী দুইবোন। দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে করে আসছিলেন। আসামিরা গায়ের জোরে কোটি টাকার সম্পদ দখল নিতে চেষ্টা করলে বিচারের আশায় ভুক্তভোগী দুবোন আদালতের দারস্থ হন। এ নিয়ে আদালতে ৭টি মামলা চলমান রয়েছে। আদালত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেট্রোল পাম্প সহ জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পেট্রোল পাম্প দখল নিয়েছেন।

ভুক্তভোগীরা আরও জানান, দীর্ঘদিন জমি, বাড়ি ও পেট্রোল পাম্প আমরা ভোগদখল করে আসছি। সবকিছু তারা দখলের চেষ্টা করছে। এবং পেট্রোল জমিটিতে বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পাম্প দখলে নিয়েছেন। ইবি থানা পুলিশকে একধিকবার লিখিত অভিযোগ দিলেও এ বিষয়ে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। থানা পুলিশ তাদের কিছুই বলছে না। আদালত ১৪৪ ধারা জারি করেছে। সেই জায়গা গায়ের জোরে দখল করা বেআইনী। কিন্তু অভিযুক্তরা পুলিশকে ম্যানেজ করে পেট্রোল পাম্প দখল করেছে। আমরা কোনো সমাধান পাচ্ছি না। তারা সব সময় নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে আমাদের। মেরে ফেলার হুমকি দিচ্ছে। কিন্তু পুলিশ তাদের কিছুই বলছে না। আমি এর সঠিক বিচার চাই। আমি কুষ্টিয়ার পুলিশ সুপার স্যারের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় বাসিন্দারা জানান, গায়ের জোরে পেট্রোল পাম্প দখলে নিয়েছেন ভূমিদস্যুরা। এনিয়ে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী থানায় ঘুরেও কোন সমাধান পাচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার শাহ মেসবাহুর রহমান বলেন, আমার বিরুদ্ধে ওটা অভিযোগ মিথ্যা। আমি জমি কিনেছি। অবৈধভাবে বা ভুয়া দলিলের মাধ্যমে জমি দখল করা হয়নি।

পেট্রোল পাম্প দখলদার নুরুজ্জামান বলেন, আমি হরিনারায়ণপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদার শাহ মেসবাহুর রহমানের কাছে থেকে পাম্প কিনে নিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জায়েদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার