নড়াইল জেলা আওয়ামী লীগ আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কর্মকাণ্ড এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং এস এম কামাল হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল ইসলাম মিলন।
দীর্ঘ ২১ বছর পর নড়াইল সফরে এসে প্রধান অতিথির বক্তব্যে শেখ হেলাল নড়াইল জেলার প্রয়াত ও প্রবীণ নেতাদের কথা স্মরণ করেন। বঙ্গবন্ধুর ৭০ এর নির্বাচন থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত সকল সময়ে নড়াইলের মানুষ নৌকার পক্ষে রায় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আগামী ২৪ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যশোরে জনসভায় বক্তব্য দিবেন। সেই জনসভাকে সফল করতে শেখ হেলাল উদ্দিনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই সফর। দক্ষিণ বঙ্গের আওয়ামী লীগের প্রাণপুরুষ খ্যাত রাজনীতিক শেখ হেলাল এসময় বলেন, ২৪ তারিখের জনসভায় এই জনপদের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করবে এই জনপদের মানুষ বিএনপিকে বয়কট করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বিএনপি জামাত অপশক্তির দেশ বিরোধী কর্মকাণ্ড এবং দুর্নীতির কথা তুলে ধরেন। শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলার জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এই স্বাধীনতা বিরোধী অপশক্তির আস্ফালনকে প্রতিহত করবে বলে জানান রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত এই পরিশ্রমী সাংগঠনিক সম্পাদক।
বিশেষ অতিথির বক্তব্যে বিএম মোজাম্মেল হক শেখ হাসিনার সরকারের উন্নয়ন কাজ তুলে ধরেন।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে উক্ত সভার সঞ্চালনা করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নিজামুদ্দিন খান নিলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়। নড়াইল-১ আসনের সাংসদ বি এম কবিরুল হক মুক্তি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা বিশেষ অতিথি হিসেবে এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সভায় উপস্থিত শেখ হেলাল উদ্দিন এমপিকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিল নড়াইলের তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় শেখ হেলাল উদ্দিন এমপি আগামী ২৪ তারিখে জননেত্রী শেখ হাসিনার সমাবেশে সকলকে আমন্ত্রণ জানান এবং সভাকে সার্বিক সফল করতে সকলকে আহবান জানান।