নড়াইল সদরের তুলারামপুর-মাইজপাড়া সরকারি সড়কের পাশে সীমানা প্রাচীর দিয়ে বসতবাড়ি ও দোকানিদের যাতায়াতের পথ আটকে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে তুলারামপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসম মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের মনোয়ারা বেগম, রজিবুর তরফদার শান্ত,ওবায়দুর তরফদার, ইদ্রিস তরফদার, সেলিম তরফদার, মুন্নু তরফদার সহ আরো অনেকে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, তুলারামপুর এলাকার মোফাকারুল ইসলামের কাছ থেকে প্রায় ১২ বছর আগে ১০ শতক জমি ক্রয় করেন মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম এ জমিতে বাড়ি বানিয়ে বসবাস করে আসছেন। এছাড়াও এ জমিতে সাতটি দোকান রয়েছে। কিন্তু হঠাৎ করে মোফাকারুল ইসলাম দাবি করে এখানে নাকি তারও জমি রয়েছে সে জোর তার জমি না পাইলে জোর করে জমিতে সীমানা প্রাচীর দিয়ে মনোয়ারা বেগমের বাড়ি য়াতায়াতের রাস্তা বন্ধ করে করে দিবে। এছাড়াও জমিতে থাকা দোকানিদের আগামি সাত দিনের মধ্যে দোকান ছেড়ে দিতে বলেছে।
এ ঘটনার সঠিক ও সুষ্ঠু বিচারের দাবি চেয়ে গত ২১ নভেম্বর ভুক্তভোগী মনোয়ারা বেগম জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন বলে জানান তিনি। এছাড়াও তিনি এলাকার চেয়ারম্যার ও গন্যমান্য ব্যক্তিদের নিকট এর সুষ্টু বিচারের দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোফাকারুল ইসলাম বলেন, মনোয়ারা বেগমের নিকট ১০ শতক জমি বিক্রি করেছি কিন্তু এখানে আমার আরও জমি রয়েছে, যা মাপ দিলে সত্যতা মিলবে। এখানে যেহেতু আমার জমি রয়েছে তাই আমি আমার জমিতে সীমানা প্রাচীর দিতে চাচ্ছি।