চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী জসিম উদ্দিন(৪৫) দীর্ঘ ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। জসিম উদ্দিন ৩ নভেম্বর বিকালে বাড়ী থেকে লুঙ্গি পরনে এবং গায়ে কোন প্রকার পোশাক ছাড়াই বের হয়ে যায়।পরবর্তীতে আর বাড়ীতে ফিরে আসেনি। এদিকে জসিমকে হারিয়ে তার পিতামাতাসহ স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন।
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের প্রান্তিক সবজি ব্যবসায়ী আবুল কাশেম বলেন, আমার ছেলে জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মানষিক ও বুদ্ধি প্রতিবন্ধী তাকে দেশের বিভিন্ন চিকিৎসকের নিকট নিয়ে চিকিৎসা করাতে গিয়ে আমি বর্তমানে সর্বশান্ত। আমার নিজের ক্ষুদ্র ব্যবসা আর আত্মীয়-স্বজনের নিকট থেকে সাহায্য সহযোগিতা নিয়ে উক্ত ছেলেকে সর্বশেষ চুয়াডাঙ্গার ডা.শাহাব উদ্দিনের কাছে নিয়ে চিকিৎসা দিয়ে আসছিলাম।
এ অবস্থায় আমার উক্ত ছেলে ৩ নভেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে পরনে শুধুমাত্র লুঙ্গি পরাবস্থায় গায়ে কোন পোশাক ছাড়াই বাড়ী থেকে বের হয়ে যায়। পরে আর বাড়ীতে ফিরে আসেনি। শীতের মধ্যে ছেলে আমার কোথায় কি ভাবে আছে আল্লাহই জানেন।
তাকে বহু খোঁজাখুজি করেছি কোথাও হদিস পাইনি। ছেলের চিন্তায় আমাদের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। কোথায় কোন সন্ধান না পেয়ে সর্বশেষ গত ২৩ নভেম্বর থানায় জিডি নং-১০৯০ দায়ের করেছি।
এ ব্যাপারে বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল হান্নান বলেন,জসিম উদ্দিন আমার আপন চাচাতো ভাই। জসিম অনেক দিন ধরে মানসিক প্রতিবন্ধী। আমার চাচা-চাচি অনেক ডাক্তার-কবিরাজের কাছে নিয়ে গেছে তাও ভাল করে করতে পারিনি। এর আগেও নিখোঁজ হয়েছিল। কিন্তু এবার দীর্ঘ সময় ধরে নিখোঁজ হওয়ার কারণে আমরা দিশেহারা হয়ে পড়েছি। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে জীবননগর থানা( 01320-148226 ) অথবা আমার (01919-821786) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।