Top

নওগাঁয় ৩ কোটি টাকার মাদক ধ্বংস

২৯ নভেম্বর, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
নওগাঁয় ৩ কোটি টাকার মাদক ধ্বংস
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যটালিয়ন গ্রাউন্ডে নওগাঁ ও জয়পুরহাট জেলায় আটককৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব‍্য ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁয় পত্নীতলা উপজেলার ১৪ বিজিবি ব্যটালিয়ন গ্রাউন্ডে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

নওগাঁ জেলা সদরে অবস্থিত নওগাঁ ব‍্যাটালিয়ন ১৬ বিজিবি ও পত্নীতলা উপজেলা সদরে অবস্থিত পত্নীতলা ব‍্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক ১ অক্টোবর ২০১৯ থেকে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত সময়ে আটককৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল মো: আনোয়ার লতিফ, নওগাঁ ব‍্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাক্তার এবিএম রাইহানুজ্জামন সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাজেদুর রহমান এবং জেলা মাদক দ্রব‍্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: লোকমান হোসেন।

অনুষ্ঠানে পত্নীতলা ব‍্যাটালিয়ন কর্তৃক নওগাঁ ও জয়পুরহাট জেলা থেকে উদ্ধারকৃত ৬ হাজার ৩৩১ বোতল মদ, ২২ হাজার ৭১৭ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৮৬০ বোতল নেশা জাতীয় সিরাপ, ১৪৪ দশমিক ৭৭০ কেজি গাঁজা, ৪ হাজার ৮৭৭ পিস নিষিদ্ধ ট‍্যাবলেট, ১১ হাজার ৮৪৮ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৩৭৩ পিস ইয়াবা ট‍্যাবলেট ধ্বংস করা হয় যার মূল‍্য ২ কোটি ৫৮ লক্ষ‍ ১০ হাজার ৭৯৫ টাকা।

এদিকে, নওগাঁ ব‍্যাটালিয়ন কর্তৃক উদ্ধারকৃত নওগাঁ ও চাপাই নবাবগঞ্জ জেলা থেকে উদ্ধারকৃত ১৪৩ বোতল মদ ও ২৭ প‍্যাকেট মদ, ১ হাজার ৪৭৭ বোতল ফেনসিডিল, ৩৪ দশমিক ১৯০ কেজি গাঁজা, ৫৩৬ পিস ইয়াবা, ১১৬ গ্রাম হেরোইন ও ৭৭ পুড়িয়া হেরোইন, ৮৬৯ পিস নেশা জাতীয় ট‍্যাবলেট, ১৬৫ দশমকি ৫ কেজি গুড়া তামাক, ৪১ হাজার ১৭২ প‍্যাকেট পাতার বিড়ি এবং ২১৫ কেজি টেনডু পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে যার আর্থিক মূল‍্য ৩১ লক্ষ ৯৭ হাজার ৩৬৫ টাকা।

ধ্বংস করা সমুদয় মাদকদ্রব্যেও মুল্য ২ কোটি ৯০ লক্ষ ৮ হাজার ১৬০ টাকা। অপরদিকে, বিভিন্ন সময় নওগাঁ ১৬ বিজিবি ব‍্যাটালিয়ন ও পত্নীতলা ১৪ বিজিবি ব‍্যাটালিয়ন কর্তৃক উদ্ধারকৃত ১১টি কষ্টি পাথরের মূর্তি ও ৩টি সিমেন্টের মূর্তি প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

 

শেয়ার