মাদারীপুরে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সকালে মাদারীপুর শহরের নতুন শহর এলাকায় মাদারীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয়ে দিবসটি পালন করা হয়।
প্রতি বছর ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। সমাজের সব স্তরের কর্মকান্ড প্রতিবন্ধীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা ও উন্নয়নের সব ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা এই দিবস পালনের লক্ষ্য। জাতিসঙ্ঘের তত্তাবধানে এই দিবসটি ১৯৯২ সাল থেকে পালন করা হচ্ছে। প্রতিবন্ধীদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি মাদারীপুরেও পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বাক প্রতিবন্ধী শ্রবণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক লিটন হাওলাদার সহ অন্যান্য সদস্যরা।