কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় বিএনপির ১২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। ৩৪ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৮০/৯০ জনকেও সে মামলায় আসামি করা হয়েছে। এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মামলাটি দায়ের করেন কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইলিয়াস রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে রিপন সরকার (৪৫), একই উপজেলার মিরেরপাড়া কাসেম বাজার এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩৭), রিফায়েতপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মিঠু (৩২), তেকালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৪৫) এবং গোবরগাড়া গ্রামের কেরু মোল্লার ছেলে টুটুল (৩২)।
এ মামলার পলাতক আসামিরা হলেন- করনেল (৩০), সুমন পিয়াদা (৪০), ইনজাল হোসেন (৪২), হাবলু মোল্লা (৫০), আসাদ মোল্লা (৪৫), জহুরুল ইসলাম (৬০), জাহাঙ্গীর মালিথা (৪২), খোদা বক্স (৫৫), সালামত (৪৫), মামুন (২৭), ছোটন মোল্লা (৩৫), বাহারুল ইসলাম (৪৫), ফরজ উল্লাহ (৫২), শামীম রেজা (৪০), রিয়াজ উদ্দিন (৫৫), রানা হোসেন (৪০), আব্দুল লতিফ (৩৮), সাইদুল ইসলাম (৩৯), রুহুল আমিন (৪৫), শহিদ সরকার (৬০), আবিদ হাসান মন্টি সরকার (৩৮), নুর আমিন (৩৮), রতন হোসেন (৩২), বিল্লাল হোসেন (৫০), শামীম মোল্লা (৪৫), রফি (৩২), মহাসিন মোল্লা (৩২), জাহিদুল ইসলাম (৩৮) এবং মনোজ (২৬)।
মামলায় উল্লেখ করা হয়, বুধবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ভেড়ামারা- প্রাগপুর সড়কের উপর একদল দুষ্কৃতকারীরা আত্মঘাতী কাজ এবং নাশকতা সৃষ্টির জন্য রাস্তা অবরোধ করে গাড়ী চলাচলের প্রতিবন্ধকতাসহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করিতেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উচ্ছৃংখল নেতা-কর্মীরা দিক বিদিক দৌড়ে পালিয়ে যায়। এসময় চার আসামীকে গ্রেফতার করে পুলিশ।
আসামিরা বিএনপির নেতাকর্মী। তাহাদের নিকট থাকা করাত, অবিস্ফোরিত ককটেল, লাটিশোটা, লোহার রড, সাবল ও ইটের টুকরা দিয়া রাস্তা অবরোধ করে গাড়ী চলাচলের প্রতিবন্ধকতা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হয়েছিল।
এসময় ঘটনাস্থল থেকে ৫ টি অবিস্ফোরিত ককটেল (হাতবোমা), ২৩টি বিভিন্ন সাইজের লাঠি, বিভিন্ন সাইজের ১২ টি লোহার রড , দুটি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত অসংখ্য ইটের ভাঙ্গা অংশ, দুটি লোহার তৈরী সাবল এবং একটি গাছ কাটা হাত করাত উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে পুলিশ। বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। গায়েবি মামলা দিয়ে আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়েরকৃত মামলায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।