Top

কেশবপুরে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

১১ ডিসেম্বর, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
কেশবপুরে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের কেশবপুরে বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের জন্য শহরের রড ব্যবসায়ী নিপুণ ইন্টারপ্রাইজের মালিক আনিছুর রহমানকে দশ হাজার টাকা ও বিএসটিআই এর কোন লাইসেন্স না থাকায় বায়শা ঘোষ ডেয়ারীর মালিক রমেশ চন্দ্র ঘোষকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের রড ব্যবসায়ী আনিছুর রহমান ও মিষ্টি ব্যবসায়ী রমেশ চন্দ্র ঘোষ একজনের বিএসটিআই প্রদত্ত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ আর একজনের বিএসটিআই এর কোন লাইসেন্স না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ওই দুই দোকানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে দশ টাকা করে জরিমানা করেন।

শেয়ার