সারাদেশের ন্যায় মাদারীপুরেও ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে গর্ভবতী মায়েদের মেডিক্যাল ক্যাম্প বসিয়ে বিনামূলো স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের সেতারা সাহিনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মাঠ প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ১৮০ জন গর্ভবতী মাকে চিকিৎসা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় মাতৃমৃত্যু রোধে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ঝাউদি ইউনিয়ন সেতারা সাহিনা মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি অফিসার ডাঃ অরবিন্দ বালা সার্বিক তত্ত্বাবধানে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন চৌধুরী ক্লিনিকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. দিলরুবা ফেরদৌস,সেতারা সাহিনা মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি অফিসার ডাঃ অরবিন্দ বালাসহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রর নার্সরা।
সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোঃ আজম এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন , সরকারি কর্মকর্তা, সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল হাওলাদার, মাদ্রা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই।
‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’প্রতিপাদ্য বিষয়ে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে আলম এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ওয়ালিয়র রহমান।