কুষ্টিয়ার খোকসা উপজেলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে নছিমনের ধাক্কায় সাব্বির (২০) ও আসলাম (২১) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অপরদিকে কুষ্টিয়ার সদর উপজেলায় বালুবাহী ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এনামুল নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খোকসা উপজেলার শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাব্বির। সে কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র। নিহত আসলাম একই গ্রামের আলী আজমের ছেলে। সে শোমসপুর আবুতালেব ডিগ্রী কলেজের ছাত্র। তারা সম্পর্কে খালাতো ভাই। এবং নিহত এনামুল ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার মৃত আজব মালিথার ছেলে। সে পান ব্যবসায়ী।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেল আগে পরে যাওয়ার প্রতিযোগিতা করছিল। মোটরসাইকেল দুটি দ্রুত গতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির ও আসলামের মৃত্যু হয়।
এদিকে রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় ইঞ্জিনচালিত নসিমন ও বালু বোঝায় ট্রাকের মুখোমখী সংঘর্ষে নছিমনের যাত্রী এনামুল নামে এক পান ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থলে ভঙ্গুর অবস্থায় একটি নছিমন ও কিছু মালামাল পাওয়া গেছে। সেগুলো স্থানীয় মাদরাসার সামনে রাখা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।