ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মিন্টুরোডে অবস্থিত ডিএমপি কার্যালয়ে যাবেন বিএনপির নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গণমিছিল শুরু হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণমিছিল হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে অবহিত করতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। ইতোমধ্যে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।