Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ট্যাংক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

২৮ ডিসেম্বর, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্যাংক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজ সন্নিকটে ট্যাংকলরির চাপায় ইনজামুল হক (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুই আরোহী আহত হয়েছে। নিহত ইনজামুল উপজেলার চর নূরগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিয়ের বাজার নিয়ে মামাতো ফুফাতো হতাহত ৩ ভাই মোটরসাইকেল যোগে উল্লাপাড়া বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলো।

তাদের মোটরসাইকেলটি চৌকিদহ ব্রিজ এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গ থেকে বাঘাবাড়িগামী একটি ট্যাংকলরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইনজামুল নিহত হয়। এ সময় চর পেচরপাড়া গ্রামের গোলাম আম্বিয়ারছেলে নাইম ও একই গ্রামের আব্দুর রউফের ছেলে সিয়াম গুরুতর আহত হয়।

স্থাণিয়রা তাদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকলরিটি জব্দ করা হলেও চালক- হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার