Top

টাঙ্গাইলের ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু

২৯ ডিসেম্বর, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু
টাঙ্গাইল প্রতিনিধি :

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটি ইউনিয়ন ও কালিহাতী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা হতে শুরু হয়ে একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম)মাধ্যমে ভোট গ্রহণ চলবে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন ,ইউপি সদস্য পদে ১৭১ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি ইউনিয়নের ৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ও ঘাটাইল উপজেলার ধলাপাড়া, রসুলপুর, লক্ষিন্দর,সংগ্রামপুর এবং সন্ধ্যানপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সর্বমোট এক লাখ ২৪ হাজার ৮৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ৬২ হাজার ৯৩১ জন পুরুষ ও ৬১ হাজার ৮৯৭ জন নারী ও দুই জন হিজরা ভোটার রয়েছে। এর মধ্যে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি কেন্দ্রে ২২ হাজার ৪৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে পুরুষ ১১ হাজার ৩০৪ জন ও নারী ভোটার রয়েছে ১১ হাজার ১৫০ জন ও একজন হিজড়া ভোটার রয়েছে।ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই জন, সাধারণ সদস্য পদে ৩২ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি কেন্দ্রে ২১ হাজার ৭২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরুষ ১১ হাজার ৪২ জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৬৭৮ জন।রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুই জন, সাধারণ সদস্য পদে ২৪ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ টি কেন্দ্রে ১৭ হাজার ৭০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৮২৯ জন ও নারী ভোটার রয়েছে ৮ হাজার ৮৭১ জন।লক্ষিন্দর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০ টি কেন্দ্রে ২৬ হাজার ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৪১৭ জন ও নারী ভোটার রয়েছে ১৩ হাজার ৩১জন ও একজন হিজড়া ভোটার রয়েছে।সংগ্রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩২জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ টি কেন্দ্রে ২১ হাজার ৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সন্ধ্যানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি কেন্দ্রে ১৫ হাজার ৪২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৬৫৪ জন ও নারী ভোটার রয়েছে ৭হাজার ৭৬৮ জন।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান জানান,দুই উপজেলায় দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ছয় ইউনিয়নে ছয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন।

 

 

শেয়ার