গাজীপুরের শ্রীপুরে আবুল হোসেন প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষায় উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌরসভার গিলারচালা এলাকার স্কুল প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ডা. সফিকুল ইসলাম আকন্দ।
প্রতিষ্ঠানের পরিচালক শামীম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন গিলারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা বেগম, জাতীয় নদী রক্ষা কমিশন শ্রীপুর উপজেলার শাখার সদস্য খোরশেদ আলম, আবুল কালাম প্রধান, অ্যাডভোকেট খন্দকার আরিফুজ্জামান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাউসার শেখ কামাল, অ্যাডভোকেট আবদুল হালিম এবং প্রধান শিক্ষক বিপ্লব মিয়া।
প্রধান অতিথি ডা. সফিকুল ইসলাম আকন্দ তার বক্তব্য বলেন, আপনারা সন্তানকে সময় দিন। বিদ্যালয় থেকে আপনার সন্তানকে কি পড়া দেয়া হয়েছে তার সাথে আলোচনা করুন। সপ্তাহে একদিন বিদ্যালয়ে এসে সকল শিক্ষকদের সাথে কথা বলুন। তাহলেই একজন শিক্ষার্থী তথা সন্তান পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে।