জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ইসলামী জলসায় আপত্তিকর বক্তব্য দেয়ায় সিরাজগঞ্জের কাজিপুরে স্থানীয় মসজিদের ইমামসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে পরান সরকার বাদী হয়ে মুফতি আরিফুল ইসলামকে আসামি করে মামলাটি দায়ের করেন। মুফতি আরিফুল ইসলাম উপজেলার শুভগাছা ইউনিযন পরিষদের সাবেক মেম্বর শফিকুল ইসলামের ছেলে এবং নাটুয়ারপাড়া ইউনিয়নের দক্ষিণ রেহাইশুড়িবেড় জামে মসজিদের ইমাম।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত মামলার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার (২৭
ডিসেম্বর) রাতে হাজী জহির উদ্দিন তরফদার নূরানী প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদরাসার আয়োজনে নাটুয়ারপাড়া এসবি দাখিল মাদরাসা মাঠে ইসলামী জলসার আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে ওয়াজ শুরু করা হয় এবং এক পর্যায়ে উপস্থিত মুসল্লিরা এশার নামাজের প্রস্তুতির সময় ইমাম মুফতি আরিফুল ইসলাম মাইক্রোফোনে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর বক্তব্য শুরু করেন।
তার বক্তব্যে মুসল্লিরা উত্তেজিত হয়ে মাইক্রোফোন কেড়ে নেয়া হলে পরিস্থিতি বেগতিক দেখে মুফতি আরিফুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। আসামিকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে জানিয়েছেন তিনি। তবে ইসলামী জলসার আয়োজক হাজী জহির উদ্দিন তরফদার এবং নূরানী প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদরাসার পরিচালক ফজলুল হক ওরফে জুয়েল তরফদার বলেন, ইমাম মুফতি আরিফুল ইসলাম তালিকাভুক্ত বক্তা ছিলেন না।