চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর৷ সদর ইউনিয়ন পরিষদের পেছনের একটি বিলে এই ঘটনা ঘটে। এতে পানিতে ডুবে নিহত হয় গোমস্তাপুর সদর ইউনিয়নের রাজারাজমপুর গ্রামের তাজেমুল হকের ছেলে আব্দুল খালেক (৩০)।
স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বালুগ্রাম বোর্ড বাজারের চায়ের দোকানে চা খেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ইউনিয়ন পরিষদের পেছনের একটি বিলের ধারে যায় নিহত আব্দুল খালেক। সেখানে আধা ঘন্টা পর সকাল ১০টার দিকে তাকে পানিতে ডুবে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন আরিফুল ইসলাম বলেন, নিহত আব্দুল খালেক মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগে আক্রান্ত ছিল। আমাদের ধারনা, প্রকৃতির ডাকে সাড়া দিতে বিলের ধারে গেলে হঠাৎ মৃগী রোগ উঠলে সে পানিতে পড়ে ডুবে মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোমস্তাপুর থানা পুলিশ। উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল খালেক মানসিক প্রতিবন্ধী ছিল। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।