Top

মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত

০১ জানুয়ারি, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ
মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজে ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ উৎসবের আয়োজন করা হয়।

এর আগে দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বই উৎসবের উদ্বোধন ও বিতরণ কার্যক্রম শুরু করেন।

বই উৎসবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জ্যোতিশ্বর পাল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

অপর দিকে কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজে বই উৎসবে প্রভাষক খোরশেদ আলম আকন্দ, মোসাম্মৎ পারভীন আক্তার, খন্দকার উম্মে ছালমা,সহকারী প্রভাষক মো. জিয়াউর রহমানসহ স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার মানিকগঞ্জে ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থীরদের মাঝে ১৭ লাখ বই বিতরণ করা হয়েছে।

শেয়ার