পাবনার ঈশ্বরদীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী।
রবিবার (০১জানুয়ারী) সকাল ১১টায় দাদপুর খাঁরজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অভিভাবক ও এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে তারা বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির অনিয়মের অভিযোগ করে বলেন, ২০২২ সালে করোনা কালীন সময় থাকায় শিক্ষার্থীদের সরকারের দেওয়া উপবৃত্তির টাকা শতভাগ দেওয়ার কথা থাকলেও নামে মাত্র ২০-২৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা প্রদান করা হয়।
অন্যান্য শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা না দেওয়ার বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির কাছে জানতে চাইলে, তারা কোন সঠিক জবাব দিতে পারে নাই। উপবৃত্তির টাকা প্রদানের বিষয়ে কয়েকবার তারা আশ্বাস দিলেও প্রদান করেনি। উপবৃত্তির টাকা না পাওয়ার বিষয়টি বিভিন্ন মহলে জানিয়ে সমাধান না পাওয়ায়, আমরা অভিভাবক ও এলাকাবাসী প্রতিবাদ জানাতে বাধ্য হই।
অভিভাবক ও এলাকাবাসী আরও বলেন, আমরা আশা করি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপবৃত্তির টাকা না পাওয়ার বিষয়টি যাচাই করে ব্যবস্হা গ্রহণ করবেন।